স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকায় সিএনজি চাপায় আহাদ (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় ভরাডোবা ঘাটাইল সড়কের নিঝুরি বাজার নামক স্থানে। রোববার সকালে ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। নিহত আহাদ উপজেলা সোয়াইল গ্রামের সুমন খানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে আহাদ তার দাদা ইসলাম খার সাথে কাঠাল বিক্রির জন্য স্থানীয় নিঝুরি বাজারে যায়। বাজার থেকে বাড়ি ফেরার পথে ঘাটাইলগামী একটি সিএনজি তাকে চাপা দিলে আহাদ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। স্থানীয়রা সিএনজিসহ চালক আজমত আলীকে (৩০) আটক করে থানা পুলিশে সোপর্দ করে। চালক আজমত আলী টাঙ্গালই জেলার ঘাটাইল উপজেলার গুপ্তবৃন্দাবন গ্রামের আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় নিহতের পিতা সুমন খান বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মেহদী হাসান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। চালককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।