হিলিতে ট্রেনের ধাক্কায় এক রেলওয়ে কর্মচারীর মৃত্যু

- আপলোড সময়: ০২:১৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ৩০৫ বার পড়া হয়েছে

মুসা মিয়া,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে রেললাইন পার হওয়ার সময় চিলাহাটীগামী রুপসা ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীর (৪২) নামের এক রেলওয়ে কর্মচারী নিহত হয়েছেন।
আজ বুধবার বিকেল ৪ টায় হিলি রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর রাজশাহী জেলার সদর উপজেলার দাসপুকুর গ্রামের মৃত আরমান আলীর ছেলে।
প্রত্যদর্শীরা জানান, হিলি রেলওয়ে স্টেশন এলাকায় রেল লাইনের স্লিপারের কাজ শেষে দুপুরে খাবার খেতে যাবার পথে রেল লাইনের পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী রুপসা ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় লেগে লাইনে লুটে পড়ে। পরে তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার এসআই দীনেস বাবু জানান,আমরা খবর পেয়ে হাসপাতালে এসেছি। তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।