সংবাদ শিরোনাম :
মঠবাড়িয়ায় দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১২:৩৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ৩০৩ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় নজরুল সরদার (২৮) ও শামিম তালুকদার (৩০) নামে দুর্ধর্ষ দুই ডাকাতকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত নজরুল সরদার উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের লাল মিয়া সরদারের ছেলে ও শামিম তালুকদার ঘোপখালী গ্রামের মোনাব্বর তালুকদারের ছেলে। মঠবাড়িয়া থানার এসআই সজল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামে এবং মিরুখালী ইউনিয়নের ঘোপখালী গ্রামে পৃথক অভিযান চালিয়ে ডাকাত নজরুল সরদার ও শামিম তালুকদারকে গ্রেপ্তার করা হয়। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, গ্রেপ্তারকৃত নজরুল ও শামিম তালুকদার আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদেরকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, চুরি-ডাকাতি রোধে এ অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :