শাকিল আহমেদ,মঠবাড়িয়া প্রতিনিধিঃ মঠবাড়িয়া সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ ইব্রাহীম ৫জুন যোগদান করেছেন। তিনি এর আগে মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) হিসেবে কর্মরত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার লোহারটেক গ্রামের শেখ সামসুদ্দীন এর কনিষ্ঠ পুত্র। তিনি ২০০৩ সালে চরভদ্রাসন পাইলট হাইস্কুল থেকে এসএসসি, ২০০৫ সালে ফরিদপুর সিটি কলেজ থেকে এইচএসসি, ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিষয়ে বিএসএস (সম্মান) এবং ২০১০ সালে এমএসএস সম্পন্ন করেন। এছাড়া ২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস ডিগ্রি অর্জন করেন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম ৩১ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরে প্রশিক্ষণ শেষে নেত্রকোনা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ’র মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়ান, খুলানার ডি-সার্কেল (পাইকগাছা+কয়রা থানা) এ সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং সর্বশেষ মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) পদে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। তিনি মঠবাড়িয়ার শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।