ময়মনসিংহ ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে পারাপার॥ ঘটছে দুর্ঘটনা

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৬:৩৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • / ২৯৬ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী-মঠবাড়িয়া খালের শরীফ বাড়ি নামক স্থানের লোহার ব্রিজটি জরাজীর্ণ হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কচিকাঁচা শিশুসহ কয়েক’শ সাধারণ মানুষ। প্রায় দুই যুগ আগে নির্মিত লোহার ব্রিজটি বর্তমানে চলাচলের অনুপযোগি হওয়ায় যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। সরেজমিনে দেখাগেছে, ব্রিজের পাটাগুলো ধসে পড়ে যাচ্ছে। ধসে পড়া পাটাগুলোর স্থানে এলাকাবাসী সুপারি গাছ দিয়ে চলাফেরা করছেন। এছাড়া ব্রিজের লোহার এ্যাঙ্গেলগুলো জরাজীর্ণ হয়ে গেছে। ব্রিজটি দিয়ে উপজেলার সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী ও ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন জেলাশহরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। এছাড়া উপজেলার ৫১নং ও ১৩২নং উত্তর মিঠাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, গুদিঘাটা সিনিয়র মাদ্রাসা, গুদিঘাটা সরেজিনি মাধ্যমিক বিদ্যালয়, পিজিএস মাধ্যমিক বিদ্যালয় ও তুষখালী কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। অপর দিকে ব্রিজের পাটাগুলো ধসে পড়ে যাওয়ায় রাতের আধাঁরে পথচারীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন। তাছাড়া ব্রিজটির বেহাল অবস্থা হওয়ায় প্রসূতিসহ মূমুর্ষ রোগী পারাপারেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। উত্তর মিঠাখালী গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা শরীফ মোঃ আলমগীর হোসেন জানান, ব্রিজের পাটাগুলো ধসে পড়ে যাওয়ায় স্থানীয়রা দীর্ঘদিন ধরে সুপারী গাছ দিয়ে যাতায়াত করে আসছেন। তাছাড়া ব্রিজটির খালের মাঝের লোহার এ্যাঙ্গেলগুলো অকেজো হয়ে যাওয়ায় যে কোন সময় ধসে পড়তে পারে। তিনি আরও জানান, এলাকার কৃষকরা গরু পারাপারের সময় ব্রিজের ভাংগা অংশে পা পড়ে ছয়টি গরুর পা ভেঙ্গে যায়। এতে কৃষকরা ভীষণ ক্ষতির সম্মুখীন হন।এব্যাপারে উপজেলা প্রকৌশলী কাজী আবু সাইদ মোঃ জসিম জানান, বরাদ্দ পেলেই ব্রিজটি দ্রুত সংস্কার করা হবে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

মঠবাড়িয়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে পারাপার॥ ঘটছে দুর্ঘটনা

আপলোড সময়: ০৬:৩৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১

শাকিল আহমেদ,মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী-মঠবাড়িয়া খালের শরীফ বাড়ি নামক স্থানের লোহার ব্রিজটি জরাজীর্ণ হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কচিকাঁচা শিশুসহ কয়েক’শ সাধারণ মানুষ। প্রায় দুই যুগ আগে নির্মিত লোহার ব্রিজটি বর্তমানে চলাচলের অনুপযোগি হওয়ায় যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। সরেজমিনে দেখাগেছে, ব্রিজের পাটাগুলো ধসে পড়ে যাচ্ছে। ধসে পড়া পাটাগুলোর স্থানে এলাকাবাসী সুপারি গাছ দিয়ে চলাফেরা করছেন। এছাড়া ব্রিজের লোহার এ্যাঙ্গেলগুলো জরাজীর্ণ হয়ে গেছে। ব্রিজটি দিয়ে উপজেলার সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী ও ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন জেলাশহরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। এছাড়া উপজেলার ৫১নং ও ১৩২নং উত্তর মিঠাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, গুদিঘাটা সিনিয়র মাদ্রাসা, গুদিঘাটা সরেজিনি মাধ্যমিক বিদ্যালয়, পিজিএস মাধ্যমিক বিদ্যালয় ও তুষখালী কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। অপর দিকে ব্রিজের পাটাগুলো ধসে পড়ে যাওয়ায় রাতের আধাঁরে পথচারীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন। তাছাড়া ব্রিজটির বেহাল অবস্থা হওয়ায় প্রসূতিসহ মূমুর্ষ রোগী পারাপারেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। উত্তর মিঠাখালী গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা শরীফ মোঃ আলমগীর হোসেন জানান, ব্রিজের পাটাগুলো ধসে পড়ে যাওয়ায় স্থানীয়রা দীর্ঘদিন ধরে সুপারী গাছ দিয়ে যাতায়াত করে আসছেন। তাছাড়া ব্রিজটির খালের মাঝের লোহার এ্যাঙ্গেলগুলো অকেজো হয়ে যাওয়ায় যে কোন সময় ধসে পড়তে পারে। তিনি আরও জানান, এলাকার কৃষকরা গরু পারাপারের সময় ব্রিজের ভাংগা অংশে পা পড়ে ছয়টি গরুর পা ভেঙ্গে যায়। এতে কৃষকরা ভীষণ ক্ষতির সম্মুখীন হন।এব্যাপারে উপজেলা প্রকৌশলী কাজী আবু সাইদ মোঃ জসিম জানান, বরাদ্দ পেলেই ব্রিজটি দ্রুত সংস্কার করা হবে।