ভালুকায় পরিবেশ রক্ষায় ডিসিকে স্মারকলিপি ক্ষীরু নদীতে পানির বদলে বইছে বিষের নহর
- আপলোড সময়: ০২:১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ৩৭২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকার প্রধান নদী ক্ষীরুসহ পাশ্ববর্তী,সুতিয়া নদী, লাউতি খাল,শিমুলিয়া ও বেত্তাঙ্গন খাল সহ নদীনালা গুলো শিল্পবর্জ্যে দুষিত হওয়ায় সুরক্ষা চেয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা ভালুকা আঞ্চলিক শাখা। রোববার (৬জুন) দুপুরে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের নিকট এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন বাপা ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব ও প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াসেক আল আমীন শিপন,সরকারী কলেজের প্রভাষক আফতাব উদ্দিন, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি রফিকুল ইসলাম রফিক,সাপ্তাহিক আলো’র ছোঁয়া সম্পাদক খলিলুর রহমান,ঢাকা প্রতিদিন প্রতিনিধি রফিকুল ইসলামসহ অন্যরা। স্মারকলিপিতে উল্লেখ করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় উপজেলার কয়েক হাজার বনভুমি আজ শতাধিক শিল্প প্রতিষ্ঠানসহ স্থানীয় ভুমি খেকোদের দখলে যে কারনে অক্সিজেনের ভান্ডার খ্যাত উপজেলাতে প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের মুখে। একই সঙ্গে শিল্পবর্জ্য সরাসরি নদীতে ছেড়ে দেয়ায় ক্ষীরু নদীসহ আশপাশ এলাকার খাল গুলোতে পানির পরিবর্তে বইছে বিষের নহর। নদীর পানি ব্যাবহার অনুপযোগী ও বিষাক্ত এলাকার লোকজন নানা রোগ-বালাইয়ে আক্রান্ত হচ্ছে প্রতিদিন। ফলে মারাত্নক ভাবে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। এ অবস্থায় জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন বাপা সদস্যরা। একই দাবীতে আগের দিন (৫জুন) শনিবার বাসস্ট্যান্ড চত্বরে এক মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাপা ভালুকা শাখা। মানববন্ধনে বাপা’র নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় সুধীজনেরা অংশ নিয়ে দাবীর সাথে সহমত পোষন করেন।