প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- আপলোড সময়: ০৮:২২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ৪১৪ বার পড়া হয়েছে
বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহের ত্রিশাল থেকে প্রকাশিত সাপ্তাহিক সবুজ সময় পত্রিকায় গত ২৪ মে উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে যে সংবাদটি প্রকাশিত হয়েছে আমি এহসান উল্লাহ রুমেল উক্ত সংবাদটির বিরোদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাপ্তাহিক সবুজ সময় পত্রিকায় প্রকাশিত সংবাদে পত্রিকার প্রতিনিধি এসএম হুমায়ুন কবিরকে মিথ্যা তথ্য দিয়ে বালিপাড়ার দু একজন লোভী নেতা,যারা সব সময় কন্টাকে কাজ করে থাকেন ঐ সকল লোভী নেতাকর্মীরা ওই মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। আমার পিতা বর্তমানে বালিপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান। তিনি এর আগেও জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নমূলক কাজে জড়িত থাকায় দুইবার বিপুল ভোটের ব্যবদানে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সু-নামের সাথে দায়িত্ব পালন করেন। তারই ধারাবাহিকতায় বর্তমানেও আমার পিতা পুনরাই চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। বালিপাড়া ইউনিয়নের পরাজিত একটি শক্তি আমার বাবাকে জনগণের কাছ থেকে আলাদা করার লক্ষ্যেই বহুদিন যাবত নানা ধরনের চক্রান্তমূলক কাজ করে যাচ্ছে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার বাবাকে নির্বাচনে পরাজিত করার জন্যই মূলত এধরনের সংবাদ প্রকাশ করানো। ওই স্বার্থলোভী চক্রটি আমার বাবার বিরুদ্ধেই সংবাদ প্রকাশ করায় নি আমার শ্রদ্ধেয় চাচা বিশিষ্ট রাজনীতিবিদ হারুন অর রশিদ, আমার ভাই আদনানসহ আমার বিরোদ্ধেও সংবাদে বিভিন্ন বিষয় উল্যেখ করা হয়েছে। যা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। আমি উক্ত সংবাদটির প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও বালিপাড়া ইউনিয়নের সাধারন মানুষ সংবাদটির বিরোদ্ধো প্রতিবাদ জানিয়েছেন। এবং আগামী নির্বাচনে বাদল চেয়ারম্যানকে নির্বাচিত করে ওই চক্রান্তকারীকে তার জবাব দিবেন বলে ক্ষোভ প্রকাশ করেন ।