ময়মনসিংহ ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিশালে মৎস্যজীবী লীগের ইউ‌নিয়ন ক‌মি‌টির অনু‌মোদন

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০১:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • / ৩১০ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ-বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের মুলনীতি,”ঐক্য, কর্ম, প্রগতি”এই স্লোগানকে সামনে রেখে ময়মন‌সিংহ ত্রিশালে জেলা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে উপ‌জেলার ২নং বইলর ইউনিয়ন আওয়ামী মৎস‌্যজীবী লী‌গের আহবায়ক ক‌মি‌টির অনু‌মোদন দিয়েছে উপজেলা কমিটি। ময়মন‌সিংহ জেলা শাখার সম্মতিক্রমে ত্রিশাল উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম সুমন ও সদস্য সচিব ই‌ঞ্জি‌নিয়ার সোহেল রানার স্বাক্ষরে আগামী নব্বই দিনের জন্য তৈয়ব আলীকে আহ্বায়ক ও উসমান গণিকে সদস্য সচিব করে ৪৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এছাড়াও কমিটিতে বারেক মিয়া,নুরুল আমিন,ফরিদ মিয়া,মানিক মিয়া,আসাদুজ্জামান সোহাগ, রুহি দাস ও মানিক মিয়াকে যুগ্ন আহবায়ক করা হয়েছে। আহবায়ক কমিটি অনুমোদনের লক্ষে গত শুক্রবার (৪ জুন) সন্ধ‌্যায় বৈলর ইউ‌নিয়ন আওয়ামী মৎস‌্যজ‌ীবী লী‌গের অস্থায়ী কার্যাল‌য়ে ত্রিশাল উপ‌জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দরা নেতাদের উপস্থি‌তি‌তে বৈলর ইউ‌নিয়ন আওয়ামী মৎস‌্যজ‌ীবী লী‌গের নবগ‌ঠিত আহবায়ক ক‌মি‌টির অনু‌মোদন পত্র তু‌লে দেওয়া হয়। ত্রিশাল উপ‌জেলা মৎস‌্যজীবী লী‌গের নেতারা বলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ দলীয় গঠনতন্ত্র ‌মে‌নে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা‌দের পরামর্শক্রমে বইলর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগ ক‌মি‌টির অনু‌মোদন ও সংগঠ‌নের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। নতুন দায়িত্ব পালনে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সম্নানিত সভাপতি ও মৎস্য বান্ধব সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করার আহ্বান ক‌রেন নেতারা।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ত্রিশালে মৎস্যজীবী লীগের ইউ‌নিয়ন ক‌মি‌টির অনু‌মোদন

আপলোড সময়: ০১:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১

মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ-বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের মুলনীতি,”ঐক্য, কর্ম, প্রগতি”এই স্লোগানকে সামনে রেখে ময়মন‌সিংহ ত্রিশালে জেলা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে উপ‌জেলার ২নং বইলর ইউনিয়ন আওয়ামী মৎস‌্যজীবী লী‌গের আহবায়ক ক‌মি‌টির অনু‌মোদন দিয়েছে উপজেলা কমিটি। ময়মন‌সিংহ জেলা শাখার সম্মতিক্রমে ত্রিশাল উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম সুমন ও সদস্য সচিব ই‌ঞ্জি‌নিয়ার সোহেল রানার স্বাক্ষরে আগামী নব্বই দিনের জন্য তৈয়ব আলীকে আহ্বায়ক ও উসমান গণিকে সদস্য সচিব করে ৪৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এছাড়াও কমিটিতে বারেক মিয়া,নুরুল আমিন,ফরিদ মিয়া,মানিক মিয়া,আসাদুজ্জামান সোহাগ, রুহি দাস ও মানিক মিয়াকে যুগ্ন আহবায়ক করা হয়েছে। আহবায়ক কমিটি অনুমোদনের লক্ষে গত শুক্রবার (৪ জুন) সন্ধ‌্যায় বৈলর ইউ‌নিয়ন আওয়ামী মৎস‌্যজ‌ীবী লী‌গের অস্থায়ী কার্যাল‌য়ে ত্রিশাল উপ‌জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দরা নেতাদের উপস্থি‌তি‌তে বৈলর ইউ‌নিয়ন আওয়ামী মৎস‌্যজ‌ীবী লী‌গের নবগ‌ঠিত আহবায়ক ক‌মি‌টির অনু‌মোদন পত্র তু‌লে দেওয়া হয়। ত্রিশাল উপ‌জেলা মৎস‌্যজীবী লী‌গের নেতারা বলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ দলীয় গঠনতন্ত্র ‌মে‌নে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা‌দের পরামর্শক্রমে বইলর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগ ক‌মি‌টির অনু‌মোদন ও সংগঠ‌নের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। নতুন দায়িত্ব পালনে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সম্নানিত সভাপতি ও মৎস্য বান্ধব সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করার আহ্বান ক‌রেন নেতারা।