২৪ ঘন্টা সার্ভিস দেয়ার কথা থাকলেও জনগন সার্ভিস পায়নি ২৪ মিনিটও
- আপলোড সময়: ০৫:৪৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ৪২১ বার পড়া হয়েছে
টি.আই সানি,নিজস্ব প্রতিনিধিঃ জেলা প্রশাসকের দেয়া অ্যাম্বুলেন্সের কোন হদিস নেই। তথ্য দিতে নারাজ ইউনিয়ন পরিষদের কর্তৃপক্ষগণ। গ্রামীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গাজীপুরে শ্রীপুরের আট ইউনিয়ন পরিষদকে গ্রামীণ অ্যাম্বুলেন্স প্রদান করেছে। গাজীপুরের জেলা প্রশাসক, গ্রাম পর্যায়ের দুঃস্থ্য, দরিদ্র, অসহায় মানুষ ও প্রসূতি মায়েদের দ্রুত স্বাস্থ্য সেবা দেয়ার উদ্দেশ্যে সংশ্লিষ্ট ইউপি’চেয়ারম্যানদের কাছে ওই অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করেন। গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের ও উপজেলা পরিষদের যৌথ উদ্দ্যোগে বিশেষ ভাবে তৈরী এসব অ্যাম্বুলেন্স ইউনিয়ন পর্যায়ে প্রদানের উদ্যোগ গ্রহন করে। বিশেষ ভাবে তৈরী ব্যাটারী চালিত এসব গ্রামীন অ্যাম্বুলেন্স গ্রাম পর্যায়ের দুঃস্থ্য দরিদ্র অসহায় মানুষ ও প্রসূতি মায়েদের দ্রুত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কাজে ২৪ঘন্টা নিয়োজিত থাকবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এসব অ্যাম্বুলেন্স রক্ষণাবেক্ষণ করবেন। কিন্তু সেই সব অ্যাম্বুলেন্সের এখন কোন হদিস নেই।