ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকায় আগামী ২০২২সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার সিলেবাস ৭০শতাংশ কমানোর দাবীতে মানববন্ধন ও র্যালী করেছে শিক্ষার্থীরা। বুধবার(০২ জুন) দুপুরে উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে এ মানববন্ধনে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়, হবিরবাড়ী সোনার বাংলা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা দাবী করে করোনার প্রভাবে দীর্ঘ দিন যাবৎ প্রতিষ্ঠান গুলো বন্ধ হয়ে থাকায় তাদের পড়ালেখা বিঘ্নিত। দরিদ্র পরিবারের ছেলে-মেয়েরা প্রাইভেট পড়তেও পারছে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিদ্যালয় খোলা হলেও স্বল্প সময়ের মধ্যে সম্পুর্ন সিলেবাস কাভার করা হয়তো সম্ভব নাও হতে পারে।যার ফলে অনেকেই পরীক্ষায় অংশ নিতে অনাগ্রহী হয়ে পড়তে পারে।এ প্রেক্ষিতে তাদের দাবী চলতি বছরের ন্যায় ৭০শতাংশ সিলেবাস কমিয়ে তাদেরকেও আগামী ২০২২সালের এসএসসি পরীক্ষায় ৩০শতাংশ সিলেবাসের মধ্যে পরীক্ষা দেয়ার সুযোগ দিতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন এজাদুল ইসলাম রুপম, নোহা তালুকদার, তানভীর হাসান মাহির, খন্দকার তন্ময়, আসিফ হোসেন, মারুফ, সাহাদাৎ হোসেন সহ অনেকেই।মানববন্ধন শেষে এক র্যালী বের করা হয়। র্যালীটি ভালুকা-গফরগাঁও সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে।