মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা

- আপলোড সময়: ০৭:৫৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ৫৯৬ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসান মোস্তফা স্বপন এর বদলী জনিত বিদায়ী সংবর্ধনা সোমবার রাতে থানা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। একই সাথে মঠবাড়িয়া থানায় কর্মরত কনস্টেবল আব্দুস সোবহান চাকুরী থেকে অবসরে যাওয়ায় তাকেও সংবর্ধনা প্রদান করা হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্সপেক্টর (তদন্ত) আঃ হক, এস আই মোঃ জাকির হোসেন, মোঃ মাইনুল হোসেন, এ এস আই আল-মামুন, চাকুরী থেকে সদ্য অবসরে যাওয়া কনস্টেবল আব্দুস সোবহান ও কনস্টেবল শেখ সাদী প্রমুখ।সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসান মোস্তফা স্বপন মঠবাড়িয়ার মাটি ও মানুষের প্রশংসা করেন। তিনি বলেন, মঠবাড়িয়ার মানুষগুলো খুব ভালো মনের। তাছাড়া মঠবাড়িয়া একটি গুরুত্বপূর্ণ সার্কেল। এ সার্কেল থেকে একজন পুলিশ অফিসারের অনেক কিছু শেখার আছে। এখানে দীর্ঘদিনের স্মৃতি আমার সাড়া জীবন মনে থাকবে। উলেখ্য, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসান মোস্তফা স্বপন ২০১৮ সালের ৫ এপ্রিল মঠবাড়িয়া সার্কেলে যোগদান করেন। যোগদানের পর তিনি মঠবাড়িয়ার আইন শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন। হাসান মোস্তফা স্বপন মঠবাড়িয়া থেকে ঢাকার এসপিবিএন এ বদলী হয়েছেন।