ময়মনসিংহ ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ভালুকায় ভূক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১০:০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • / ৩৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকায় ঔষধ কোম্পানীতে কর্মরত এক ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মাদক মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবার। শনিবার দুপুরে ভালুকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার আশকা গ্রামের মৃত রুহুল আমীনের মেয়ে ও মৃত পুলিশ কর্মকর্তা এএসআই মজিবর রহমানের স্ত্রী নাছিমা আক্তার।লিখিত বক্তব্যে নাছিমা আক্তার বলেন, গত ২৫ মে সকালে সাদা পোষাকে বেশ কয়েকজন লোক প্রথমে এনজিও’র পরিচয় ও পরে ডিবি পুলিশ দাবি করে কোন পুরুষ লোক না থাকায় বাড়ির সকল মহিলাদের একটি ঘরে আটকে রেখে ঘর তল্লাশী চালানো হয়। পরে প্রায় আদা কিলোমিটার দূরে আমার ছোট ভাই ভালুকায় অবস্থিত বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত হান্নান খানের একটি মাটির ঘরের দেয়ালের উপর থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা বললেও পরবর্তিতে ঘরের চৌকির উপর তুষকের নিচ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার উল্লেখ করে আসামী পলাতক দেখিয়ে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রহমত আলী বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।নাছিমা আক্তার অভিযোগ করে বলেন, প্রতিবেশী মৃত আব্দুল হাইয়ের ছেলে শাহিদ খান গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র দীর্ঘদিন ধরে তাদের মামলা চলে আসছে। ইতোমধ্যে আমাদের বিরুদ্ধে প্রতিপক্ষরা ১১ টি মিথ্যে মামলা করলেও অধিকাংশ মামলা আদালতে আমাদের পক্ষে রায়ের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষরা ষড়যন্ত্রমূলকভাবে ওই সংস্থাকে দিয়ে হয়রানীর উদ্দেশ্যে আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। তিনি ওই মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ভালুকায় ভূক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

আপলোড সময়: ১০:০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকায় ঔষধ কোম্পানীতে কর্মরত এক ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মাদক মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবার। শনিবার দুপুরে ভালুকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার আশকা গ্রামের মৃত রুহুল আমীনের মেয়ে ও মৃত পুলিশ কর্মকর্তা এএসআই মজিবর রহমানের স্ত্রী নাছিমা আক্তার।লিখিত বক্তব্যে নাছিমা আক্তার বলেন, গত ২৫ মে সকালে সাদা পোষাকে বেশ কয়েকজন লোক প্রথমে এনজিও’র পরিচয় ও পরে ডিবি পুলিশ দাবি করে কোন পুরুষ লোক না থাকায় বাড়ির সকল মহিলাদের একটি ঘরে আটকে রেখে ঘর তল্লাশী চালানো হয়। পরে প্রায় আদা কিলোমিটার দূরে আমার ছোট ভাই ভালুকায় অবস্থিত বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত হান্নান খানের একটি মাটির ঘরের দেয়ালের উপর থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা বললেও পরবর্তিতে ঘরের চৌকির উপর তুষকের নিচ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার উল্লেখ করে আসামী পলাতক দেখিয়ে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রহমত আলী বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।নাছিমা আক্তার অভিযোগ করে বলেন, প্রতিবেশী মৃত আব্দুল হাইয়ের ছেলে শাহিদ খান গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র দীর্ঘদিন ধরে তাদের মামলা চলে আসছে। ইতোমধ্যে আমাদের বিরুদ্ধে প্রতিপক্ষরা ১১ টি মিথ্যে মামলা করলেও অধিকাংশ মামলা আদালতে আমাদের পক্ষে রায়ের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষরা ষড়যন্ত্রমূলকভাবে ওই সংস্থাকে দিয়ে হয়রানীর উদ্দেশ্যে আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। তিনি ওই মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান।