শাকিল আহমেদ,মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বলেশ্বর নদ তীরবর্তী এলাকায় পানিবন্দি মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝেরচর, খেতাছিড়া, বড়মাছুয়া, দক্ষিণ সোনাখালী ও পৌর শহরের নবীনগর এলাকার প্রায় সহাস্রাধিক পরিবারের মাঝে বিশুদ্ধ পানি, মুড়ি, টোস্ট ও চিনি বিতরণ করা হয়েছে।এছাড়া মাঝেরচরের পানিবন্দি লোকদের রান্নার জন্য গ্যাস সিলিন্ডারসহ গ্যাসের চুলা দেয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু উপস্থিত থেকে এ ত্রান বিতরণ করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, বেতমোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন আকনসহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।