জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকীতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ভার্স্কয উদ্বোধনও পুষ্পস্তবক অর্পন
- আপলোড সময়: ০৩:১৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ৩৯৫ বার পড়া হয়েছে
মোহাম্মদ সেলিম,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পাশে মঙ্গলবার দুপুরে কবির ভার্স্কয্য উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। পরে কবির ভাস্কর্যে ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্টার কৃষিবিদ হুমায়ুন কবি, কম্পিউটার সায়েন্সের বিভাগীয় প্রধান জান্নাতুল ফেরদৌস, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. উজ্জল কুমার প্রধান, নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান আল জাবের, ছাত্র বিষয়ক উপদেষ্ঠা সুজন আলী, ১২২তম নজরুল জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচীব রাশেদুল আনাম, অতিরিক্ত পরিচালক ও পিএস টু ভাইস চ্যান্সলর এস এম হাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল হাসান প্রমূখ। প্রথম দিন ভার্চ্যূয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর সভাপতি জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় আসানসোল, পশ্চিমবঙ্গ ভারতের উপাচার্য প্রফেসর ড. সাধন চক্রবর্তী । আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মুশাররাত শবনম প্রমূখ। প্রতি বছর ২৫মে থেকে তিনদিনব্যাপী সাংস্কৃতিক মন্ত্রনালয় ও জেলা প্রশাসকের আয়োজনে কবি নজরুলের স্মৃতি বিজড়িত দরিরামপুর নজরুল মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান,ও নজরুল মেলা অনষ্ঠিত হতো। তবে গত দুই বছর যাবত করোনাভাইরাস পরিস্থিতির কারণে কবির১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে নেই কোন আমেজ নেই মেলা বা অন্যকোন অনুষ্ঠানের আয়োজন। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।