শাকিল আহমেদ,মঠবাড়িয়া প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় বলেশ্বর নদ তীরবর্তী উপকূলীয় মঠবাড়িয়ার কয়েকটি আশ্রয় কেন্দ্র মঙ্গলবার বিকেলে পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু। তিনি উপজেলার বড় মাছুয়া স্ট্রীমার ঘাট সংলগ্ন মসজিদ কাম সাইক্লোন শেল্টার, ৮৪ নং আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার পরিদর্শন করেছেন। তাছাড়া উপজেলার মূল ভূ-খণ্ড থেকে আলাদা দ্বীপ মাঝেরচরের সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়া লোকদের মাঝে মুড়ি, টোস্ট ও চিনিসহ শুকনো খাবার বিতরন করেন।
উপজেলা প্রকল্প কর্মকর্তা মিলন তালুকদার জানান, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় ৭৫টি আশ্রয় কেন্দ্র সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। এছাড়া শুকনো খাবারও মওজুদ রাখা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু জানান, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় ইতোমধ্যে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণসহ সকলকে সর্তক থাকার জন্য বার্তা পৌঁছে দিয়েছি।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.