ভালুকায় সাবেক স্বামীর বিরুদ্ধে হুমকীর অভিযোগ

- আপলোড সময়: ০১:৫২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / ৫০৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:-ময়মনসিংহের ভালুকায় সাত বছর আগে তালাক দেয়ার পর দুই সন্তানকে ভরনপোষণ না দিয়ে উল্টো নানাবিধ হুমকী ও হয়রানীর অভিযোগ করেছেন মাফিজা খাতুন (৪৫) নামে এক অসহায় নারী। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জামিরদিয়া গ্রামের হাজি আব্দুল আলমের ছেলে খোকা মিয়ার সাথে প্রায় ২৭/২৮ বছর আগে ইসলামী শরীয়া অনুযায়ী একই এলাকার হাজি আবুল হোসেনের মেয়ে মোছা: মাফিজা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলতো। ইতোমধ্যে তাদের সংসারে তোফায়েল আহমেদ (২৬) ও মোছা: সাদিয়া আক্তার আফরিন (১৩) নামে দু’টি সন্তান রয়েছে। গত ৭ বছর আগে খোকা মিয়া মাফিজাকে তালাক দিলে নিরুপায় হয়ে দুই সন্তান নিয়ে তিনি তার বাবার বাড়ি চলে যান। বাবার বাড়ি চলে যাওয়ার পর থেকে খোকা মিয়া তার দুই সন্তানের খোঁজ খবর তো নেয়নি বরং বিভিন্ন সময় খোকা মিয়া মাফিজাকে নানাবিধ হুমকী দিতে থাকে। গত (২১মে) খোকা মিয়া অজ্ঞাত ৪/৫ জন লোক নিয়ে মাফিজার বাবার বাড়িতে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগালসহ দরজায় লাথি দিয়ে ভাঙার চেষ্টা চালায়। দরজা ভাঙতে না পেরে তারা মাফিজাকে হত্যাসহ মিথ্যে মামলা দিয়ে হয়রানীর হুমকী দিয়ে চলে যায়। এ ঘটনায় মাফিজা বাদি হয়ে খোকার মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের নামে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগকারী মাফিজা খাতুন জানান, বিবাদী একজন নেশাখোর, যা এলাকার সকলেরই জানা। সংসার জীবন চলাকালে আমার স্বামী আরো দুটি বিয়ে করেন। কিন্তু আমি দুটি সন্তানের দিকে চেয়ে সব সহ্য করে দীর্ঘদিন সংসার করতে বাদ্য হয়েছি। পরে আমাকে তালাক দিলে আমি আইনী ব্যবস্থা না নিয়ে নিরুপায় হয়ে বাবার বাড়ি চলে যাই। অভিযুক্ত খোকা মিয়ার মোবাইল নম্বরে বার বার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ না করায় তার মন্তব্য দেয়া সম্ভব হয়নি। ভালুকা মডেল থানার এসআই ইকবাল জানান, অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।