বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:২৩ পূর্বাহ্ন

ভালুকায় পরিবেশ ও নদী রক্ষায় বাপা‘র সভা

  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১, ১১.৪০ এএম
  • ২০২ বার পাঠিত

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকার পরিবেশ ও খীরু নদী রক্ষায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২২মে) শনিবার উপজেলা পরিষদের পুরাতন হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার আহবায়ক শাহ মো. আশরাফুল হক জর্জের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খাঁন, জর্জ মিয়া, অধ্যাপক মতিউর রহমান খান, আব্দুর রশিদ রতন, কামরুľামান তুহিন, এ,আর.এম. শামছুর রহমান লিটন, সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাদেকুর রহমান তালুকদার, শাহ মো. শহিদুল হক শামীম, প্রভাষক আফতাব উদ্দিন, ইদ্রিস মাস্টার, সাংবাদিক এম এ মালেক খাঁন উľল, রফিকুল ইসলাম রফিক, খলিলুর রহমান, রতন রায়, রফিকুল ইসলাম, আক্তারুľামান প্রিন্স, আলী আহাসান কবির, এ্যাড. জহিরুল হক পলাশ, দিপাবলির দিপা, মোহাম্মদ শামিম, আসাদুľামান সুমন প্রমুখ।
সভায় একসময়ের প্রমত্তা খিরু নদি রক্ষা, এ´পিরিয়েন্স (পাকিস্তানি) মিলের রং মিশৃত পানির মাধ্যমে শত শত বিঘা জমির ফসল হানি রক্ষা, উপজেলার উথুরা ইউনিয়নের মুরগীর বিষ্ঠা থেকে পরিবেশ রক্ষা, শিল্পপতিদের হাত থেকে জবরদখল হওয়া বনভূমি রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা ও কর্মসূচি গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs