সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মঠবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন

- আপলোড সময়: ১২:২১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ৩৪০ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,মঠবাড়িয়া প্রতিনিধিঃ জ্যেষ্ঠ অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে হেনস্তার পর সাজানো মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। বুধবার বিকেলে মঠবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে শহরের শহীদ মিনার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।এসময় প্রেস ক্লাব সভাপতি মো. মো. জাহিদ উদ্দিন পলাশ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা শরীফ আলমগীর হোসেন, শিক্ষক নেতা অধ্যাপক ইখতিয়ার হোসেন পান্না, সাংস্কৃতিক সংগঠক শিবু সাওজাল, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক দেবদাস মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, মো. জিল্লুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংবাদিক মো. আবুল কালাম আজাদ, রোকনুজ্জামান শরীফ ও ইসরাত জাহান মমতাজ প্রমূখ। বক্তারা অবিলম্বে জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান।