ময়মনসিংহ ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় বিধ্বস্ত হওয়া সেতু নির্মাণ শেষে চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১২:৩৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • / ২২৭ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া-চরখালী-পাথরঘাটা আঞ্চলিক মহা সড়কের মঠবাড়িয়া উপজেলার গুদিঘাটা নামকস্থানে ২০১৬ সালে বিধźস্ত হওয়া আয়রণ সেতুটি অপসারণ করে ঢালাই সেতুর নির্মাণ কাজ সম্পনś হয়েছে। সেতুটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন না হলেও স¤প্রতি সকল প্রকার যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। জেলার ২২ তম দীর্ঘ ৩২ মিটার এ পিসি গার্ডার সেতুটি ২০১৮ সালে স্থানীয় সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজি ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সেতুটি খুলে দেয়ার ফলে মঠবাড়িয়া-ঢাকা, মঠবাড়িয়া-বরিশাল, মঠবাড়িয়া-পিরোজপুর ও মঠবাড়িয়া-খুলনাসহ আটটি রুটের সকল ধরনের যানবাহন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে। সড়ক ও জনপথ পিরোজপুর উপ সহকারি প্রকৌশলী মো. আলী আকবর জানান, পিরোজপুর সড়ক বিভাগের আওতায় ৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে জেলার ২২ তম এ পিসি গার্ডার সেতুটি নির্মিত হয়েছে। উলে­খ্য, ২০১৬ সালের ১৫ জুন সকালে গুদিঘাটার আয়রণ সেতুটির ওপর পাথর বোঝাই দুটি ট্রাক উঠলে ব্রিজটি ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একটি ট্রাকচালকের সহকারী মো. আসাদুল ইসলামের (২৫) মৃত্যু হয়। এ সময় আরো তিন শ্রমিক আহত হন। তবে ট্রাক দুটির চালকসহ অন্য শ্রমিকরা আহত অবস্থায় পালিয়ে যান।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

মঠবাড়িয়ায় বিধ্বস্ত হওয়া সেতু নির্মাণ শেষে চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে

আপলোড সময়: ১২:৩৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১

শাকিল আহমেদ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া-চরখালী-পাথরঘাটা আঞ্চলিক মহা সড়কের মঠবাড়িয়া উপজেলার গুদিঘাটা নামকস্থানে ২০১৬ সালে বিধźস্ত হওয়া আয়রণ সেতুটি অপসারণ করে ঢালাই সেতুর নির্মাণ কাজ সম্পনś হয়েছে। সেতুটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন না হলেও স¤প্রতি সকল প্রকার যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। জেলার ২২ তম দীর্ঘ ৩২ মিটার এ পিসি গার্ডার সেতুটি ২০১৮ সালে স্থানীয় সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজি ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সেতুটি খুলে দেয়ার ফলে মঠবাড়িয়া-ঢাকা, মঠবাড়িয়া-বরিশাল, মঠবাড়িয়া-পিরোজপুর ও মঠবাড়িয়া-খুলনাসহ আটটি রুটের সকল ধরনের যানবাহন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে। সড়ক ও জনপথ পিরোজপুর উপ সহকারি প্রকৌশলী মো. আলী আকবর জানান, পিরোজপুর সড়ক বিভাগের আওতায় ৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে জেলার ২২ তম এ পিসি গার্ডার সেতুটি নির্মিত হয়েছে। উলে­খ্য, ২০১৬ সালের ১৫ জুন সকালে গুদিঘাটার আয়রণ সেতুটির ওপর পাথর বোঝাই দুটি ট্রাক উঠলে ব্রিজটি ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একটি ট্রাকচালকের সহকারী মো. আসাদুল ইসলামের (২৫) মৃত্যু হয়। এ সময় আরো তিন শ্রমিক আহত হন। তবে ট্রাক দুটির চালকসহ অন্য শ্রমিকরা আহত অবস্থায় পালিয়ে যান।