মঠবাড়িয়ায় কলেজ ছাত্র খুনের ঘটনায় যুবক গ্রেফতার
- আপলোড সময়: ১২:৫০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ২৭২ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর কলেজ ছাত্র আল আমিন (২২) হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা মামলায় সাফিকুল আলম (২৫) নামে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার ডৌয়াতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাফিকুল আলম উপজেলার ভেচকি গ্রামের এনায়েত খানের ছেলে। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার ডৌয়াতলা এলাকা থেকে কৌশলে সাফিকুল আলমকে গ্রেফতার করা হয়। থানা সুত্রে জানা যায়, গত ৪ এপ্রিল রোববার রাতে উপজেলার উত্তর ভেচকী (বাইশ কুড়া) গ্রামের সিদ্দিক আকনের পুত্র ও ডৌয়াতলা ওয়াজেদ আলী খান কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র আল আমিনের লাশ বাড়ীর সামনের ফসলের মাঠ থেকে উদ্ধার করা হয়। ঘটনার পরের দিন নিহতের বাবা সিদ্দিক আকন অজ্ঞাতনামা আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এঘটনায় আগে জড়িত ৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-উত্তর ভেচকী গ্রামের ওয়ারেছ খাঁর ছেলে আল আমিন খাঁ (২১), মনু খাঁর ছেলে আল আমিন (২৭) মৃত গফ্ফার সরদারের ছেলে আশ্রাফ ওরফে হুমায়ুন (২২) ও আলম বেপারীর ছেলে আরিফ (২১)।মঠবাড়িয়া থানার ওসি নূরুল ইসলাম বাদল বলেন, মাদক সেবনকে কেন্দ্র করে এ হত্যাকান্ডটি ঘটেছে। গ্রেপ্তারকৃত সাফিকুলকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।