প্রকাশিত সংবাদের প্রতিবাদ

- আপলোড সময়: ০৫:৫৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ৪৮৩ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তিঃ গত ১৬মে রবিবার ভালুকা প্রতিদিন ডটকম নামীয় নিউজ পোর্টালে প্রচারিত, “ভালুকায় ঘুষের টাকা না পেয়ে ইউ.পি চেয়ারম্যানের বিরুদ্ধে বনের মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
প্রকৃত ঘটনা নিম্নরুপঃ-
ভালুকা উপজেলাধীন মেহেরাবাড়ী মৌজার সিএস/এসএ দাগ নং ১৫০ গেজেট বিজ্ঞপ্তিত বনভূমি। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ফরেষ্ট সেটেলমেন্ট অফিসার, ময়নসিংহ এর আদালতে মিস মোকদ্দমা নং- ১০৪ (xiv) ২০০৮ মূলে উক্ত দাগে ৪১.০৬ একর বনভূমি নির্ধারন করে ২৯/০৯/২০০৮ খ্রি: তারিখে যৌথ জরিপের চূড়ান্ত নকশা অনুমোদন করা হয়েছে। উক্ত বনভূমিতে ২০০৬-০৭ সনে সামাজিক বনায়নের বন বাগান সৃজন করা হয়। পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সিএস/এসএ ১৫০ দাগের ৪১.০৬ একর বনভূমি সংরক্ষিত বনভূমি (রিজার্ভ ফরেষ্ট) হিসেবে ঘোষনা করা হইয়াছে। কাজেই যে সমস্ত কাগজপত্রের ভিত্তিতে তাহারা উক্ত বনভূমির মালিকানা দাবী করিতেছে তাহা ভিত্তিহীন। উপরন্তু উক্ত ভূমিতে জেনারেল ম্যানেজার,টুএস গ্রুপ লিঃ এর কর্তৃক ফৌঃ কাঃ বিঃ আইনে ১৪৪ ধারা বলবৎ থাকা কালীন ১৪৪ ধারা ভঙ্গকরে উক্ত ভূমি হইতে গাছ কেটে সরকারী সম্পত্তির ক্ষতি সাধন করায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় ৩১/২০৯ মামলা দায়ের করা হয়। কাজেই বিষয়োক্ত প্রচারিত সংবাদটি সম্পুর্ন ভিত্তিহীন মনগড়া,অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। পোর্টালে প্রচারিত সংবাদটি প্রকাশিত হওয়ায় স্থানীয় বন বিভাগের ভাবমূর্তী ক্ষুন্ন হয়েছে। উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদকঃ-
এ.কে.এম সাফেরুজ্জামান ফরেষ্টার,ক্যাম্প কর্মকর্তা মেহেরাবাড়ী ক্যাম্প, ভালুকা রেঞ্জ, ময়মনসিংহ বন বিভাগ।