মেয়ের বয়সী কিশোরীকে অপহরণ থানায় অভিযোগ দেয়ার ৫ দিনেও উদ্ধার হয়নি অপহৃত কিশোরী
- আপলোড সময়: ০৪:২৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ৪২৩ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকা মডেল থানায় অভিযোগ দেয়ার ৫ দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি উপজেলার দক্ষিন হবিরবাড়ীর কড়ইতলী গ্রামের রিপন মিয়ার অপহৃতা কিশোরী লিপা আক্তার (১৪)। জানাযায় গত ১২ মে বুধবার কোল্লাব গ্রামের একুব আলীর ছেলে হবিরবাড়ী এলাকার বাসিন্দা সৌদি ফেরৎ রাজমিস্ত্রি দুই কন্যার জনক এনামুল, কড়ইতলী এলাকার রিপন মিয়ার কিশোরী কন্যাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে গাঢাকা দিয়েছে। এ ব্যপারে অপহৃতার মা নাজমা আক্ততার বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি অপহরণ অভিযোগ দায়ের করলেও পুলিশ এ পর্যন্ত ওই কিশোরীকে উদ্ধার করতে পারেনি। অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে অপহৃতার পরিবার জানিয়েছে। খোজ নিয়ে জানাগেছে এনামুল অনুমান দুই মাস পূর্বে সৌদি আরব হতে দেশে ফিরে এসে ভালুকার হবিরবাড়ী সীডষ্টোর বাজার সংলগ্ন ভাড়া বাসায় স্ত্রী আকলিমা (৪৫) দুই কন্যা সুরাইয়া (১৪) ও মরিয়ম (১২) কে নিয়ে বসবাস করছিল। আকলিমা জানায় গত বুধবার দুপুরে তার স্বামী তাকে বেদম মারপিট করে বাড়ী থেকে বেড়িয়ে যায় পরে বাড়ী ফিরেনি। ঈদের দিন সন্ধ্যায় বাসায় তার স্বামীকে খুজতে পুলিশ আসার পর ঘটনা জানতে পেরেছেন। এদিকে অপহৃতার পরিবার মেয়েকে উদ্ধার করতে না পারায় উৎকন্ঠায় রয়েছেন। ভালুকা মডেল থানার উপ পরিদর্শক রঞ্জন কুমার ভৌমিক জানান তারা অভিযোগ পেয়ে অপহৃত কিশোরীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম,পিপিএম জানান এ ঘটনায় থানায় মামলা হয়েছে খুব দ্রুতই আসামীকে আইনের আওতায় আনা হবে।