ভালুকায় ডিবির হাতে মাদক নিয়ে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিসহ আটক ৩

- আপলোড সময়: ০২:১৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ৭৭০ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন ৮নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিসহ ডিবি পুলিশের হাতে গাঁজাসহ রোববার (১৬ মে) সন্ধ্যায় ৩জন আটক হয়েছে। পরে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিকে। গ্রেফতার দেখানো হয়েছে দু’জনকে। জানা যায়, ডিবির মাদক বিরোধী অভিযানে রোববার (১৬ মে) সন্ধ্যায় ভালুকা উপজেলা হবিরবাড়ী ইউনিয়ন ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আলফাজ খান (২৪), একই ইউনিয়নের পশ্চিম ঝালপাজা এলাকার মৃত শামসুদ্দিননের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ নাঈম মন্ডল (২৫) ও পাড়াগাঁও এলাকার হযরত আলীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রিফাত (১৯) কে আটক করা হয়। এ সময় ঘটনার সত্যতা জানার জন্য হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অনিক তালুকদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু তাকে না পেয়ে হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নয়নের কাছে জানতে চাইলে মনিরুজ্জামান নয়ন বলেন হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ মাদকমুক্ত আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার এর পরেও কোন ছাত্রলীগে নেতা যদি মাদকের সাথে সম্পৃক্ততা থাকে যদি তা প্রমানিত হয় তাহলে আমি আমার সভাপতি কে নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করব। এ বিষয়ে ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, মাদক বিক্রির অভিযোগে ভালুকা থেকে ৩জনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে আলফাজ খানের সম্পৃক্ততা না পাওয়ায় তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকী দুই মাদক ব্যবসায়ী মোঃ নাঈম মন্ডল ও মোঃ রিফাতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।