ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খিলবাড়ী পাড়ায় নুরুল হকের বাড়ীতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। (১৫মে ) শনিবার ভোররাতে বাড়ী পিছন দিয়ে সীমানা ওয়াল টপকে ভিতরে ঢুকে ৫ রুমের তালা ভেঙে মালামাল চুরি করে পালিয়ে যাওয়ার সময় এক রুমের ভিতরে আগুন লাগিয়ে যায়, এতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ীর মালিক নুরুল হক। তিনি বলেন ঈদের ছুটিতে সকল ভাড়াটিয়া বাড়ীতে চলে যাওয়ার কারনে ফাকা বাড়ী থেকে কি পরিমাণ টাকা পয়সা স্বর্ণালঙ্কার নিয়েছে ভাড়াটিয়ারা না আসা পর্যন্ত বলা যাবেনা। তবে ধারনা করা হচ্ছে রুমে থাকা টাকা পয়সা স্বর্ণালঙ্কার সবকিছুই নিয়ে গেছে চুরেরা। এক রুমের ভিতরে মাটির ব্যাংক ভাঙা অবস্থায় পরে থাকতে দেখা গেছে। বাড়ীর মালিক নুরুল হক জানান গতবছর ও ঈদের পরের দিন একই কায়দায় আমার এই বাড়িতেই আগুন দিয়েছিলো চুরেরা, ওই সময় ৫টি রুমের সকল মালামাল পুড়ে বশীভূত হয়ে যায়।