স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জাধীন কাদিগড় বিটের পারাগাঁও মৌজায় সি.এস-২৯০ দাগের প্রায় ৩ একর সংরক্ষিত বনভুমি দীর্ঘদিন যাবত রানর অটোমোবাইল লিঃ দখল করে রাখে।(০৯ মে) রবিবার দুপুরে ভালুকা রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেনের নেতৃত্বে রানার অটোমোবাইল লিঃ এর স্থাপনা উচ্ছেদ করে চারা রোপনসহ বনবিভাগের সাইনবোর্ড স্থাপন করা হয়।কাদিগড় বিট অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান জানান স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় যারাই বনভুমি দখল করেছে তাদের বিরোদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন এ সময় কাদিগড় বিট ও হবিরবাড়ী বিটের সকল স্টাফ বৃন্দ অভিযানে অংশগ্রহণ করেন। এই বিষয়ে রানার অটোমোবাইলের ডিজিএম নাজিম উদ্দিন বলেন বনবিভাগের উচ্ছেদ অভিযানের জমিটি আমাদের নয়। স্থানীয় ব্যক্তি মালিকানাধীন ভূমি। সরকারী বা বনভূমি জবর দখল করা আমাদের কোন ইচ্ছে নেই।