ময়মনসিংহ ০৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় রিক্সা চালকের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে ৩ হাইওয়ে পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১২:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • / ৬১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকায় রিক্সা চালকের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে হাইওয়ে পুলিশের তিন সদস্যকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার রাতে ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের এটিএসআই আবু তাহেরসহ তিনজনকে সাময়িক বরখাস্তের পর তাদেরকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়। জানা যায়, ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ অসহায় দরিদ্র রোজাদার রিকশা চালক শামীমের কাছ থেকে মঙ্গলবার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড ফুড ওভার ব্রীজের পাশে ৭০০ টাকা চাঁদা আদায় করেন। ওই রিকশা চালক পুলিশকে টাকা দিয়ে না খেয়ে রোজা রাখেন। পরদিন রাতে তিনি রিকশা নিয়ে বের হলে ঘটনাটি ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদকে জানান। পরে ঘটনাটি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বুধবার (৫ মে) দিবাগত রাত আড়াইটার দিকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়। পরে বিষয়টি পুলিশ হেডকোয়ার্টারের নজরে গেলে শনিবার দুপুরে অভিযুক্ত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়। ভরাডোবা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, ঘটনায় গাজীপুর হাইওয়ে পুলিশের এএসপি (সার্কেল) আব্দুল কাদের জিলানি স্যার দিয়ে একটি তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। আমি যতটুকু জেনেছি এটিএসআই আবু তাহের ওই রিক্সা চালকের কাছ থেকে ৭০০ টাকা নিয়েছিল। গাজীপুর হাইওয়ে পুলিশের এএসপি (সার্কেল) আব্দুল কাদের জিলানি জানান, তদন্ত কমিটি গঠন প্রসঙ্গে আমার জানা নেই। এ বিষয়ে আমার কাছে কোনো চিঠি আসেনি।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় রিক্সা চালকের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে ৩ হাইওয়ে পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

আপলোড সময়: ১২:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকায় রিক্সা চালকের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে হাইওয়ে পুলিশের তিন সদস্যকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার রাতে ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের এটিএসআই আবু তাহেরসহ তিনজনকে সাময়িক বরখাস্তের পর তাদেরকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়। জানা যায়, ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ অসহায় দরিদ্র রোজাদার রিকশা চালক শামীমের কাছ থেকে মঙ্গলবার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড ফুড ওভার ব্রীজের পাশে ৭০০ টাকা চাঁদা আদায় করেন। ওই রিকশা চালক পুলিশকে টাকা দিয়ে না খেয়ে রোজা রাখেন। পরদিন রাতে তিনি রিকশা নিয়ে বের হলে ঘটনাটি ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদকে জানান। পরে ঘটনাটি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বুধবার (৫ মে) দিবাগত রাত আড়াইটার দিকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়। পরে বিষয়টি পুলিশ হেডকোয়ার্টারের নজরে গেলে শনিবার দুপুরে অভিযুক্ত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়। ভরাডোবা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, ঘটনায় গাজীপুর হাইওয়ে পুলিশের এএসপি (সার্কেল) আব্দুল কাদের জিলানি স্যার দিয়ে একটি তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। আমি যতটুকু জেনেছি এটিএসআই আবু তাহের ওই রিক্সা চালকের কাছ থেকে ৭০০ টাকা নিয়েছিল। গাজীপুর হাইওয়ে পুলিশের এএসপি (সার্কেল) আব্দুল কাদের জিলানি জানান, তদন্ত কমিটি গঠন প্রসঙ্গে আমার জানা নেই। এ বিষয়ে আমার কাছে কোনো চিঠি আসেনি।