ভালুকায়”রক্তের বন্ধন হবিরবাড়ী”র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপলোড সময়: ০৭:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ৪৭৮ বার পড়া হয়েছে
ভালুকা প্রতিনিধিঃ করোনা মহমারীর দ্বিতীয় ঢেউয়ে জাতির এই ক্রান্তিলগ্নে স্বাস্থ্যবিধি মেনেই ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডষ্টোর বাজার ভাই ভাই হোটেলে (৮মে) শনিবার সন্ধ্যায় “রক্তের বন্ধন হবিরবাড়ী” নামক একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন “রক্তের বন্ধন হবিরবাড়ী”র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মোশারফ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান আরিফ, সংগঠনের উপদেষ্টা ও দৈনিক যায়যায় দিনের ভালুকা প্রতিনিধি সফিউল্লাহ আনসারী, দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের ভালুকা প্রতিনিধি মোঃ মমিনুল ইসলাম,হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক, হাজ্বী আব্দুল কাদের, মোঃ কালাম খান এবং সংগঠনের সদস্য বৃন্দ।ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হাবিব জিহাদী। ইফতার মাহফিলে উপস্থিত সকল সদস্যকেই সংগঠনের টি শার্ট প্রদান করা হয়।