ভালুকায় রিক্সার চাকার সাথে উড়না পেচিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু
- আপলোড সময়: ১০:৩৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ৩৬৪ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় সেজদাহ্রত অবস্থায় মারা যাওয়া চাচীর লাশ দেখে বাড়ি ফেরার পথে রিক্সার চাকার সাথে উড়না পেচিয়ে রুবাইয়াত আফরোজ সেজুতি (১৫) নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ভালুকা-সাতেঙ্গা সড়কে সাতেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে।স্থানীয় সূত্রে জানা যায়, রুবাইয়াত আফরোজ সেজুতির চাচী বাদল মিয়ার স্ত্রী তিন সন্তানের জননী নাসিমা আক্তার (৪৫) বুধবার এশার নামাজ পড়ার সময় সেজদাহ্রত অবস্থায় মারা যান। বৃহস্পতিবার সকালে সেজুতি তার চাচীর লাশ দেখতে যায়। দাফন শেষে দুপুরে মায়ের সাথে ব্যাটারী চালিত অটোরিক্সা দিয়ে ভালুকা আসার পথে ভালুকা-সাতেঙ্গা সড়কে সাতেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অসাবধানতাবসত উড়না পেচিয়ে ঘটনাস্থইে সেজুতি মারা যায়। নিহত সেজুতি ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়েরর দশম শ্রেণীর ছাত্রী উপজেলার সাতেঙ্গা গ্রামের রুহুল আমীন মাস্টারের একমাত্র মেয়ে।