রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৫ অপরাহ্ন

ভালুকায় বনের জমি উদ্ধার আটক দুই

  • আপডেট টাইম : সোমবার, ৩ মে, ২০২১, ১.৪২ পিএম
  • ৪৬১ বার পাঠিত

বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের ধামশুর মৌজার মামারিশপুর গ্রামে ৯৪৪ নং দাগের বন বিজ্ঞপ্তিত জমিতে(৩মে) সোমবার দুপুরে অবৈধ দখলদারের টিনের সীমানা প্রাচীর ভেঙ্গে বনভূমি উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। এ সময় ঘটনাস্থল হতে জবর দখলে জড়িত থাকার অভিযোগে আঃ জলিল (৪০) ও কামাল (২৫) নামে দু’জনকে আটক করা হয়। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।হাজির বাজার ক্যাম্প ইনচার্জ এ কে এম সাফেরুজ্জামান জানান হ্যামস গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের পক্ষে আঃ জলিলের নেতৃত্বে মামারিশপুর গ্রামে ৯৪৪ নং দাগে বন বিজ্ঞপ্তিত জমিতে টিনের বেড়া দিয়ে জবর দখলের চেষ্টা চালায়।খবর পেয়ে ভালুকা রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেনের নেতৃত্বে হবিরবাড়ী বিট কর্মকর্তা দেওয়ান আলী ফরেষ্টগার্ড ও ভালুকা মডেল থানার একদল পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে টিনের প্রাচীর গুড়িয়ে দিয়ে বনের জমি উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল হতে দুইজনকে আটক করা হয়।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs