মুসা মিয়া,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির উঠানে খেলার সময় মাটির চেয়াল চাপায় শাহরিয়ার সিয়াম (৯) ও ফাইজার ইসলাম (৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২ মে রোববার সকাল ১১ টার দিকে উপজেলার কুটিপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।নিহত শাহরিয়ার সিয়াম ওই গ্রামের জিয়াউর রহমানের ছেলে এবং ফাইজার ইসলাম প্রতিবেশী আশারফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ওই দুই শিশু বাড়ির আঙ্গিনায় খেলার সময় মাটির পুরনো একটি দেয়াল তাদের উপরে ধসে পড়ে। এরপর স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করেন। ততক্ষনে তারা দুজনেই মারা যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, কোন পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.