বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও মাস্ক বিতরণ করা হয়েছে। রোববার (২মে) সন্ধ্যায় উপজেলা সদরের স্মৃতিসৌধ ও বাসস্ট্যাড এলাকায় রোজারদারদের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আ.ফ.ম.আফজাল হাসান সাবেক সহ সভাপতি ভালুকা উপজেলা ছাত্রলীগ, মোস্তাফিজুর রহমান মুস্তাক, সভাপতি ভালুকা পৌর ছাত্রলীগের, সাখায়াত হোসেন, সাবেক সভাপতি মেদুয়ারী ইউনিয়ন, জামিম সদস্য ভালুকা উপজেলা ছাত্রলীগ, মোশাররফ হুসেন, সৃজন সরকার, সুজিত, সেলিম, রুজেন প্রমূখ।ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেবক জোনায়েত হোসেন রিপেল জানান, মানবিক কাজে ছাত্রলীগের কার্যক্রম অব্যহতভাবে চালিয়ে যাবো।