ভালুকায় সরকারি কাজে বাধাপ্রদান বনপ্রহরীকে মারধর আহত- ২
- আপলোড সময়: ০৩:১৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ৩৫৬ বার পড়া হয়েছে
ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের অধিনে হাজীর বাজার ক্যাম্পে কর্মরত দুইজন বন প্রহরী বাউন্ডারী কাজে বাঁধা দিলে তাদেরকে আটকে রেখে বেদম মারপিট করে মারাত্মক আহত করেছে উপজেলার আখালিয়া গ্রামের আ: আউয়াল মিয়ার ছেলে বাদল ও বাবুল মিয়া। পরে বিষয়টি টের পেয়ে হবিরবাড়ী রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন ঘটনাস্থলে গিয়ে বনপ্রহরী রুবেল ও নকুলকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় বনবিভাগ বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। স্থানীয় সূত্রে জানা যায়,ঘটনার সময় শনিবার সকালে উপজেলার হাজীর বাজার ক্যাম্পে কর্মরত বনপ্রহরী রুবেল মিয়া ও নকুল বনের জমিতে বাউন্ডারী নির্মাণ হচ্ছে এমন সংবাদ পেয়ে মল্লিকবাড়ী ইউনিয়নের আখালীয়া গ্রামে গেলে একই এলাকার আ: আউয়ালের ছেলে বাদল ও বাবুলের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। এ সময় বনপ্রহরী দুই জনকে মারধর করে মারাত্মক আহত করে। খবর পেয়ে হবিরবাড়ী রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন ও ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন এবং আহতদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় বনবিভাগ বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানা গেছে।