মুসা মিয়া,হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার রাউতারা গ্রামে ঘুমন্ত যুবকের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় দুস্কৃতকারীদের শনাক্তকরে দ্রæত বিচারের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। আজ ২৯ এপ্রিল সকাল ১১ টায় হিলি-ঘোড়াঘাট সড়কের রাউতারা মোড়ে এ মানববন্ধন পালিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন। প্রসঙ্গত, গত মঙ্গলবার উপজেলার রাউতাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে ইলিয়াস হোসেন রাতে তার শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। এরপর তার ১২ দিকে কে বা কাহারা তাকে লক্ষ করে জানালা দিয়ে এসিড ছুড়ে মারে। এতে সে চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা। পরদিন বুধবার ইলিয়াছের স্ত্রী শাহিদা আক্তার বিথি হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৯। এ ঘটনায় বৃহস্পতিবার হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, ইউএও নুর-এ আলম, ওসি ফেরদৌস ওয়াহিদ চিকিসাধীন ইলিয়াসকে হাসপাতলে গিয়ে খোঁজ খবর নেন। এবং হামলকারীদের দুস্কৃতকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.