বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় লকডাউনে শ্রমিক সংকটে পড়া কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ।মঙ্গলবার সকালে ভালুকা উপজেলা ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান নয়ণের নেতৃত্বে হবিরবাড়ী ইউনিযনের পাড়াগাঁও গ্রামের কৃষক শাহিন মিয়ার ২ বিঘা জমির ধান কেটে দেয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এসময় ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান নয়ণ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইয়ের দিকনির্দেশনায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নিয়ে শ্রমিক সংকটে পড়া কৃষকদেরর ধান কেটে দেয়ার কর্মসূচি হাতে নিয়েছি।
যেসকল কৃষক আমাদেরকে আহ্বান জানাবে, আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা মিলে তাদের ধান কেটে বাড়ীতে পৌছে দিবো।