মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:৫৮ পূর্বাহ্ন

মঠবাড়িয়ায় হত্যা মামলার ৩ আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১, ৬.৪৮ এএম
  • ২৪০ বার পাঠিত

শাকিল আহমেদ,মঠবাড়িয়া (পিরেজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত আইয়ূব আলী সরদার (৫০) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বেলাল হোসেন (৪০) ও ঈসা (২৪) নামে দুই আসামী শনিবার রাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সংঘর্ষে আহত আইয়ূব আলী শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থান মারা যাওয়ার পরে হামলার মামলাটি হত্যা মামলা হিসেবে রুপান্তিত হয়। গ্রেপ্তারকৃত বেলাল হোসেন উপজেলা দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে ও ঈসা সোবাহান হাওলাদারের ছেলে। এর আগে গ্রেফতার হওয়া মামলার প্রধান আসামী সোবাহান হাওলাদারকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, নিহত আইয়ূব আলী সরদারের মেয়ে জামাতা নাঈম ওই এলাকায় (দক্ষিণ মিঠাখালী) জমি ক্রয় করে ভোগ দখল করে আসছিলো। শুক্রবার সকালে ওই জমিতে প্রতিপক্ষ সোবাহন হাওলাদার তার দলবল নিয়ে জমি দখল করার চেষ্টা করে। এসময় মিতুর বাবা আইয়ূব আলী সরদার বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার আত্বচিৎকারে তার স্ত্রী রুবি বেগম, মেয়ে মিতু এবং মিজানুর ও জালাল নামে আরও দুই স্বজন এগিয়ে এলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সংঘর্ষের ঘটনায় নিহত আইয়ূব আলী সরদারের মেয়ে মিতু বেগম (২৫) বাদি হয়ে সোবাহান হাওলাদার (৫২) কে প্রধান আসামী করে ৯ জন নামীয় ও অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে শুক্রবার রাতে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, মারামারির ঘটনায় দায়ের করা মামলাটি হত্যা মামলায় রƒপান্তিত হয়েছে। এঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs