মাদক পাচারের সময় পুলিশের অভিযান, ছেলেকে রেখে পালিয়ে গেল বাবা

- আপলোড সময়: ১১:২৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ৪০১ বার পড়া হয়েছে

মুসা মিয়া,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুরে (হিলি) বাবা-ছেলে মাদক পাচারের সময় থানা পুলিশের অভিযানে ছেলেকে রেখে পালিয়ে যায় বাবা এবং ছেলেকে ১৫শ’ ৪০ পিস এম্পলসহ আটক করেন। আজ শনিবার ২৪ এপ্রিল দুপুর ২ টার দিকে উপজেলার সাধুরিয়া নামক স্থানে অভিযান চালিয়ে ছেলেকে আটক করেন হাকিমপুর থানা পুলিশ। হাকিমপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এসআই দিনেশ জানান, ভারত থেকে নেশা জাতীয় ইঞ্জেকশন এম্পোল পাচার করে বাবা আফজাল হোসেন ও তার ছেলে ওমর ফারুক হিলি ঘোড়াঘাট পথে ভ্যান যোগে অন্যত্র পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সাধুরিয়া নামক স্থান অভিযান চালিয়ে এম্পলসহ ওমর ফারুককে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবা আফজাল হোসেন পালিয়ে যায়। তারা উপজেলার বৈগ্রাম নামক গ্রামের বাসিন্দা পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দু’জনের নামে মামলা দায়ের করা হয়।