শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকায় কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন পালিত ভালুকায় ডিবির হাতে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী ভালুকায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ভালুকায় বাদীকে হুমকি দিয়ে প্রকাশ্যে ঘুরছে আসামি ‘নিশ্চুপ’ পুলিশ নেত্রকোণায় বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দার্জিলিং কবিতা উৎসবে অংশগ্রহন করছেন—-আতিকুল ইসলাম জাকারিয়া ভালুকায় স্থানীয় সরকার দিবস পালিত ভালুকায় মাদক বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত আমি বাচঁতে চাই……………………. ক্যান্সারে আক্রান্ত শিক্ষার্থী হাসানের আকুতি !! ভালুকায় ট্রাফিক পুলিশের পথসভা ও লিফলেট বিতরণ

টেকনাফ নির্বাচনী সুবিধা নিতে মিথ্যা সংবাদ প্রকাশ প্রতিপক্ষের, দাবি সাবরাং ইউপি সদস্য দানুর

  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১, ৬.৫৮ পিএম
  • ১৮১ বার পাঠিত

টেকনাফ প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে সৈকতে ইয়াবার চালান লুটপাটের ঘটনায় সংবাদ প্রকাশে জের ধরে এক ইউপি সদস্য সংবাদ সম্মেলন করেছে। শনিবার বিকেলে টেকনাফের মুন্ডার ডেইল এলাকায় এক অহস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন মোয়াজ্জেম হোসেন ওরফে দানু। তিনি সাবারাং ইউনিয়নের এক নাম্বার ওর্য়াডের বর্তমান ইউপি সদস্য। এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ সাবরাং মুন্ডার ডেইল এলাকায় বাসিন্দা হোসেন আহমদ, আলী আহমদ ও কবির আহমদ প্রমুখ। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন ওরফে দানু বলেন, ‘সম্প্রতি সময়ে টেকনাফ সাবরাং মুন্ডার ডেইল এলাকায় জেলে ঘাটে একটি মাদক চালান লুটপাট বিষয়কে টেনে আমাকে জড়িয়ে ‘নাফ টিভি’ নামক একটি অনলাইনে সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। প্রকৃত পক্ষে নির্বাচনকে কেন্দ্র করে আমার পতিপক্ষ মো. সেলিমের মালিকাধীন অনলাইনে নাফ টিভিতে সংবাদটি প্রকাশ করেছে। সেলিম স্থগিত হয়ে যাওয়া ইউপি নির্বাচনে অত্র এলাকা থেকে আমার প্রতিদ্ব›িদ্ব হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিল। আমাকে এলাকায় কোনটাসা করতে এ অপবাদ চালাচ্ছে সে। সাংবাদিকদের একটি মহৎ পেশাকে অপব্যবহার করে নির্বাচনে সুবিধা নিতে এসব কর্মকান্ড অত্যান্ত দূঃখজনক। ইউপি সদস্য দানু বলেন, ‘প্রকাশিত সংবাদে লুট হয়ে যাওয়া ইয়াবার চালানটি খালাস ও নিরাপদ স্থানে পৌছানোর দায়িত্ব আমার ছিল উল্লেখ করা হয়েছে সেটি সম্পূর্ণ মনগড়া ও মিথ্যাচার। । যাদের বক্তব্য সংবাদের চাপানো হয়েছে সবাই তার স্বজন। মূলত আগামী নির্বাচনে সুবিধা নিতে মিথ্যা সংবাদে আশ্রয় নিয়েছেন। প্রতিবেদনে বিজিবির নামে টাকা নেওয়া কথা বলা হয়েছে, বিষয়টি মিথ্যাচার। দীর্ঘ দিন ধরে বিজিবি এখানে দায়িত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। প্রদীপের আমলের কিছু বির্তকিত দালালদের নিয়ে এসে প্রকৃত সংবাদ তোলে না ধারে অপ-সংবাদ চালায় কু-চক্র এ মহলটি। এ প্রতিবেদনের বিষয়ে সূষ্ট তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নিতে সকল আইনশৃঙ্খলাবাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি এবং প্রকাশিত সংবাদে বিভ্রান্তি না হতে আহবান করছি। পাশাপাশি প্রকাশিত মিথ্যা সংবাদে আমার সম্মান ক্ষুন্ন হয়েছে, ফলে মানহানিকর মামলার প্রস্তুতি গ্রহন করবো।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs