মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:১৮ পূর্বাহ্ন

হিলিতে ফেনসিডিলসহ এক নারী ও দুই যুবক আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ৯.২৮ এএম
  • ১৭৩ বার পাঠিত

মুসা মিয়া,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক নারী ও দুই যুবককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। আজ শুক্রবার ২৩ এপ্রিল সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হাকিমপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।আটককৃতরা হলেন, বগুড়া সদরের মালিগ্রাম মহল্লার দেলোয়ার হোসেনে স্ত্রী মিলন বেগম (৪০), হাকিমপুর উপজেলার দক্ষিণবাসুদেবপুর মহল্লার নুর ইসলামের ছেলে রাসেল (২৫) এবং একই মহল্লার ফজুলল হকের ছেলে রায়হান (৩৫)। থানা পুলিশ সূত্রে জানা গেছে। ভারত থেকে ফেনসিডিল পাচারকালে সীমন্তবর্তী সাতকুড়ি নামক স্থান থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ মিলন বেগমকে আটক করা হয়। অপরদিকে হিলির দক্ষিণবাসুদেবপুর (জিলাপীপট্টি) নামক স্থানে মাদক বেচা-কেনার সময় ৩৯ বোতল ফেনসিডিল ও ৯৮ বোতল এমকে ডাইলসহ রাসেল ও রায়হানকে আটক করা হয়।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs