প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- আপলোড সময়: ০৬:৪১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ৩২৫ বার পড়া হয়েছে
বিজ্ঞপ্তিঃ- গত ১২ এপ্রিল সোমবার ২০২১ খ্রি:তারিখে দৈনিক স্বজন ও অনলাইন ভিত্তিক আইপি টিভি “দেশ টিভি বাংলা” সহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রচারিত “ ভালুকায় বনের জমি থেকে মাটি কাটার অভিযোগ ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত তথ্য হচ্ছে ভালুকা উপজেলার হবিরবাড়ী মৌজায় ১৮৫ নং দাগের কিছু অংশ আর ও আর রেকর্ডিয় ও বন্দবস্ত দাবী করে সম্পুর্ন দাগটি দীর্ঘ দিন পূর্ব হইতে জবরদখল কৃত উক্ত দাগে মাটি কাটার সংবাদ পাইয়া স্টাফসহ ঘটনা স্থলে যাই এবং সি,এস ১৮৫ নং দাগে সিড্ ষ্টোর বাজারের পূর্ব পার্শে পতিত প্রায় এক একর অংশে মাটি কেটে সমান করা হইয়াছে দেখতে পাই, এমতাবস্থায় কেবা কাহারা মাটি কেটে সমান করেছে তা খুঁজাখুঁজি করার পরও কোন সন্ধান না পাওয়ায় রাত্র অধিক হওয়ায় অফিসে ফেরৎ আসি। রেকর্ডপত্র দৃষ্টে সি,এস ১৮৫ দাগের গেজেট বিজ্ঞপ্তিত বনভূমি দীর্ঘ দিন পূর্ব হইতে প্রায় সম্পুর্ন ভাবে জবরদখল কৃত। ঘনবসতি পূর্ণ লোকালয় ও সিড্ ষ্টোর বাজারের পূর্ব অংশে যৌথ জরিপে বনের অংশ হওয়ায় এবং উক্ত দাগে বনঅপরাধ সংঘটিত করায় অনুসন্ধানে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে। উক্ত বনঅপরাধ সংঘটিত হওয়ার সাথে সাথেই তরিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উক্ত ঘটনার সাথে ভালুকা রেঞ্জ ও হবিরবড়ী বিটের কোন কর্মকর্তা বা কর্মচারি কোন ভাবেই জরিত না। উক্ত ঘটনার সাথে বনকর্মকর্তা বা কর্মচারি সংশ্লিষ্টতা উল্লেখ করে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে তা সম্পুর্ন বানোয়াট ও মিথ্যা ভিত্তি হীন একটি কুচক্রী মহল বনবিভাগকে হেয়করার জন্যই এসব কাল্পনিক মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সাংবাদিকদের মাধ্যমে সংবাদ পরিবেশন করিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরণের বিভ্রান্তকর সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিক মহলকে বিনীত ভাবে অনুরুধ জানাচ্ছি।
অনুরোধ ক্রমেঃ-
মোঃ দেওয়ান আলী
বিট কর্মকর্তা
হবিরবাড়ী বিট
ভালুকা,ময়মনসিংহ।