ভালুকায় বিএমএসএফের কমিটি গঠন
- আপলোড সময়: ০৮:৩৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
- / ৩০৭ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ময়মনসিংহের ভালুকা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন সফিউল্লাহ আনসারী (যায়যায়দিন) ও সাধারণ সম্পাদক হয়েছেন শফিকুল ইসলাম সবুজ (মানবকন্ঠ)। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে রোববার দুপুরে বিএমএসএফ’র ভালুকা উপজেলা শাখার কমিটি হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আবুল বাশার শেখ (আমার সংবাদ), সহ-সভাপতি মো. হুমায়ুন কবির (আমাদের অর্থনীতি), যুগ্ম সম্পাদক মো. আল-আমিন (নবচেতনা), সাংগঠনিক সম্পাদক-খোরশেদ আলম জীবন (বাংলা টিভি), আইন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম পলাশ (ভোরের কাগজ), অর্থবিষয়ক সম্পাদক মো: রাজু আহম্মেদ ( আলোকিত সকাল) ,দপ্তর সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন ( ভোরের পাতা) ,মহিলা বিষয়ক সম্পাদক মর্জিনা আক্তার মনি (মাই টিভি ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মমিনুল ইসলাম ( ময়মনসিংহ প্রতিদিন), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবীব জিহাদী(দৈনিক চৌকস)। কার্যকরী সদস্যরা হলেন: সাবেক সভাপতি মেহেদী হাসান, সাবেক সম্পাদক সুলতানা তালুকদার, জসিম আহম্মেদ( খোলা কাগজ), সাহিদুজামান সবুজ( ভোরের দর্পন ), নজিবুল হোসাইন নেভী (দৈনিক বসুন্ধরা ), ইতি শিকদার (দৈনিক আজকের জীবন), মোহাম্মদ জালাল উদ্দিন ( শতাব্দীর কণ্ঠ) , আরিফুল ইসলাম (দৈনিক প্রথম বেলা), গোলাম মোস্তফা (চ্যানেল সেভেন),মোঃ এনামুল হক ( আজকের আলোকিত সকাল)। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর আগামি এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন। পুরাতন কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর-গ্রহনের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরুর আহবান জানানো হয়।