মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন
![](https://muktokantha.com.bd/wp-content/uploads/2020/08/muktokantha.png)
- আপলোড সময়: ০২:০০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ২৯৮ বার পড়া হয়েছে
![](https://muktokantha.com.bd/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
শাকিল আহমেদ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরের পূর্ব লেন এলাকায় ভূয়া ডিসিআর দেখিযে এক মুক্তিযোদ্ধা পরিবারের বসত বাড়ির জমি জোরপূর্বক দখল করে পাকাঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার চেয়ে বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা বহুমূখী সমবায় সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগি পরিবারটি। এসময় লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি ও ইউপি সদস্য ওয়াদুদ শিকদার পিরু বলেন, তার পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ শিকদার মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করায় ১৯৯১ সনে সরকার শহরের বকসির ঘটিচোরা মৌজা থেকে ৮ শতাংশ জমি দলিলের মাধ্যমে চিরস্থায়ী বন্দোবস্ত দেয়। পরবর্তীতে আদালত পাকা পিলার বসিয়ে সীমানা নির্ধারণ করে দেন। এরপর মুক্তিযোদ্ধা পরিবারটি উক্ত জমিতে বসবাস করে আসছে। কিন্তু মঠবাড়িয়া পৌরসভার সাবেক কমিশনার আঃ কুদ্দুস মৃধা পেশীশক্তির জোরে ওই জমি দখলের পায়াতারা চালিয়ে আসছিল। একপর্যায়ে আঃ কুদ্দুস মৃধা তাদের ডিগ্রি প্রাপ্ত জমির দাগ পরিবর্তন করে একটি ভূয়া ডিসিআর তৈরি করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে অভিযোগ দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই ডিসিআর বাতিল করে দেয়। তিনি আরও বলেন, ১১এপ্রিল স্থগিত হওয়া নির্বাচনী কাজে এলাকায় ব্যস্ত থাকার সুযোগে কুদ্দুস মৃধা আমাদের জমি অবৈধভাবে দখল করে পাকা ভবন নির্মাণ করেন। পরে বাঁধা দিলে কুদ্দুস মৃধা ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে বিভিনśভাবে হয়রানী করে আসছে। এনিয়ে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা পুলিন বিহারী সাওজাল, মো. ফকর উদ্দিন, মতিয়ার রহমান,রুস্তুম আলী, রুহুল আমিন টুকু, সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি মনিরুজ্জামান আবু প্রমূখ। এব্যপারে সাবেক কমিশনার আঃ কুদ্দুস মৃধার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।