আরিফুল হাসনাত,রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরফভাটায় এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে খুন করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মুফিজ (৪৫)। শুক্রবার(৯ এপ্রিল) বিকেলে নিহত মুফিজের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড গঞ্জম আলী সরকার বাড়ির আবদুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, বাড়ির পাশে লাশটি দেখতে পায় এলাকার লোকজন। পরে পুলিশ ও স্থানীয় প্রতিনিধিদের জানালে পুলিশ লাশটি উদ্ধার কওে থানায় নিয়ে যায়। কে বা কারা খুন করেছে তার সঠিক তথ্য জানা যায়নি। তবে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম ঘটনাস্থল ঘুরে এসে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,“ দুই জন অজ্ঞাত সন্ত্রাসী মোটরসাইকেল করে মুফিজের বাড়ির সামনে এসে দুটি গুলি করে পালিয়ে যায়। তবে তাঁরা মোটরসাইকেল দুটি ফেলে রেখে যায়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত মুফিজের বিরুদ্ধে ডাকাতি, মারামারি ও অস্ত্র আইনের ৫ টি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.