মুসা মিয়া,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুরে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে এক অসহায় ব্যাক্তির নিকট থেকে টাকা টাকা নেওয়ার অভিযোগে রোস্তম আলী আকালু নামের এক দালালকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন উপজেলা নিবার্হী অফিসার। সোমবার সন্ধ্যায় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট্র মোহাম্মদ নুর-এ-আলম তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দন্ড প্রদান করেন। নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট্র মোহাম্মদ নুর-এ-আলম বলেন, উপজেলার ১ নং খট্রামাধবপাড়া ইউনিয়নের চকভবানীপুর গ্রামের ভ্যান চালক ফেরদৌসকে প্রধান মন্ত্রির দেওয়া জায়গাসহ একটি ঘর দেওয়ার কথা বলে একই এলাকার দক্ষিন মাধবপুর গ্রামের ওয়াকিল উদ্দিনের ছেলে রোস্তম আলী আকালু (৪২) ১৪ হাজার টাকা নেয়। পরে ফেরদৌস টাকা নেয়ার বিষয়টি স্বিকার করলে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.