রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:১৭ অপরাহ্ন

মঠবাড়িয়া পৌর শহরের খানাখন্দের দুই কিলোমিটার রাস্তার কাজ শুরু

  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১, ১২.৪৪ পিএম
  • ৩০৩ বার পাঠিত

শাকিল আহমেদ,মঠবাড়িয়া প্রতিনিধি: অবশেষে তিন বছর পর পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার বহেরাতলা থেকে থানাপাড়া কলবাড়ি পর্যন্ত খানাখন্দে চলাচলে অনুপযোগি প্রায় ২ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে। রোববার বিকেলে এ কাজের উদ্বোধন করেন পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী মোঃ আলী আকবর। এসময় উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন কনস্ট্রশন লিজিং কোম্পানীর কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, ডাঃ রুস্তুম আলী ফরাজি ডিগ্রী কলেজের প্রভাষক মো.ফারুক হোসেন ও পিরোজপুর বাস মালিক সমিতির প্রতিনিধি মো. শহিদুল ইসলাম প্রমূখ। জানাগেছে, চরখালী-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণে একনেকে বরাদ্দ হওয়া ৫৮ কোটি টাকার উনśয়ন কাজের আওতায় ছিল মঠবাড়িয়া পৌরশহরের বহেরাতলা থেকে থানাপাড়া কলবাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি। কিন্তু ডিজাইন পরিবর্তনের নামে গত তিন বছর ধরে কাজ বন্ধ থাকায় স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীসহ প্রতিদিন প্রায় কয়েক হাজার সাধারণ মানুষ চলাচলে চরম দুর্ভোগ পোহায়। পরে স্থানীয় সংসদ সদস্য ও সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ রুস্তম আলী ফরাজী বিষয়টি কয়েক দফা সংসদে উত্থাপন করলে গত ৩রা মার্চ বেহাল সড়কটির ওয়ার্ক অর্ডার সম্পন্ন হলে রোববার বিকেলে আনুষ্ঠানিক ভাবে সড়কটির কাজ শুরু হয়। পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আলী আকবর জানান, ২০২০-২১ অর্থ বছরের ১৭ কোটি টাকা ব্যয়ে ২০ফুট মূল রাস্তা ও দুই পাশে ২৪’শ ফুট ড্রেন দ্রুত নির্মাণ করা হবে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs