মঠবাড়িয়ায় ধান ক্ষেতে ইলিশ মাছ এলাকায় চাঞ্চল্য
- আপলোড সময়: ০৭:৪৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ৩১৫ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ার ধান ক্ষেতে ইলিশ মাছ পাওয়ার খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার ছোটহারজী গ্রামে মোঃ দেলোয়ার হোসেন (৩৮) নামে এক যুবক বৃহষ্পতিবার রাতে ধান ক্ষেতে মাছ ধরতে গিয়ে একটি ইলিশ মাছ পান। মোঃ দেলোয়ার হোসেন ছোটহারজী গ্রামের মোঃ চাঁন মিয়া খাঁর ছেলে।স্থানীয় কাটাখালি বাজারে ফার্নিচারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, প্রতি বছর চত্র মাসে পূর্ণিমার জোয়ারে পানিতে ধানক্ষেত পানিতে ডুবে যায়। বৃহষ্পতিবার রাতে জোয়ারের অতিরিক্ত পানিতে অনেকের সাথে মাছ ধরতে যায়। গভীর রাতে ধানক্ষেতে কোচ (টেঁটা) নিয়ে মাছ ধরতে গিয়ে ইলিশ মাছের মত দেখতে পেয়ে কোপ দিয়ে উঠিয়ে দেখে ইলিশ মাছ। ইলিশ মাছ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখার জন্য তার বাড়িতে লোকজনের ভীড় জমে। ছোটহারজী গ্রামের ব্যবসায়ি আবু জাফর খান জানান, তিনি ইলিশ মাছটি দেখেছেন। মাছটির ওজন প্রায় আঁধা কেজি হবে বলেও তিনি জানান।