ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির কমিটি গঠন

- আপলোড সময়: ১২:২৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ৫৫০ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,মঠবাড়িয়া প্রতিনিধিঃ ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে ঢাকা শিল্পকলা একাডেমি মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়। এতে তারিকুল ইসলাম তারেককে সভাপতি ও বিল্লাহ হাসানকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মামুন বিল্লাহ। এসময় তারিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মামুন বিল্লাহ, মঠবাড়িয়ার ধানীসাফা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো:সানাউল হক রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ও ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা মোঃ মিজান খলিফা, উপদেষ্টা মোঃ মানিক মিয়া, এইচ এম রিয়াজ, প্রদীপ কুমার, লোকমান হোসেন ইমন, আরিফ আহমেদ, এইচ.এম.আবুল হোসেন (রানা) ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক- হাসান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কমিটির অন্যান্যরা হলেন সি:যুগ্ম-সাধারন সম্পাদক -নাহিদ মামুন (অবি), যুগ্ম সম্পাদক – মোঃ মাইনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক-মোঃআলিম তালুকদার।