মঠবাড়িয়া মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির কমিটি গঠন
- আপলোড সময়: ০১:৪৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ৩৬০ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাতে নতুন কমিটির পরিচিতি সভা শহরের কে এম লতীফ সুপার মার্কেটের গ্রামীণফোন সেন্টারে অনুষ্ঠিত হয়। মঠবাড়িয়া মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি মোঃ স্বাধীন খান হিরা, নির্বাহী সভাপতি মোঃ আসাদুল হক, সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব হাসান সিজান, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ রিয়াদ হাসান, দপ্তর সম্পাদক শুভ মজুমদার, প্রচার সম্পাদক শুভ্রদেব হাওলাদার। পরিচিতি সভায় নবগঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গাজী কম্পিউটারের প্রোপাইটর গাজী মাসুদ। এ সময় মঠবাড়িয়া প্রসক্লাবে সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ ও সাংবাদিক রফিকুজ্জামান আবির প্রমুখ উপস্থিত ছিলেন।