বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঐতিহ্যবাহী ‘ভালুকা প্রেসক্লাব’র নব নির্মিত নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ওই প্রেসক্লাব কার্যালয়টির উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় ভালুকা প্রেস ক্লাবের সভাপতি এস.এম শাহজাহান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, ভালুকা পৌর মেয়র ডা. এ.কে.এম. মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান ড.সেলিনা রশিদ, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলাম পিপিএম, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন আবদুর রশিদ, ভালুকা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, ভালুকা শেফার্ড গ্রুপের জিএম মো.মোখলেছুর রহমান। অনুভূতি ব্যক্ত করেন ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য মোস্তফা কামাল, সাংবাদিক মোখলেসুর রহমান মনির, ফিরোজ খান, হাদিকুর রহমান হাদিস, জহিরুল ইসলাম জুয়েল, মনির খাঁন, মোবাশ্যারুল ইসলাম সবুজ, আসাদুজ্জামান সুমন, উপজেলা কৃষকলীগের সভাপতি আহসান হাবিব মহন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ বক্তব্য রাখেন। পরে আলোচনা শেষে ফিতা কেটে ভালুকা প্রেসক্লাব এর কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনকালে বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, শিক্ষক এবং ভালুকা প্রেস ক্লাবের আজীবন সদস্যরাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।