মুসা মিয়া,হিলি (দিনাজপুর)প্রতিনিধিঃ মোসলিম সম্প্রদায়ের পবিত্র শবেবরাত ও হিন্দু সম্প্রদায়ের হোলিও উৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি স্থরবন্দরে আজ সোমবার থেকে আগমীকাল মঙ্গলবার পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে ৩১ মার্চ বুধবার থেকে উভয় দেশের মধ্যে আমদানি-রফতানি পুরনায় চালু হবে। হিলি স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের সহকারি ব্যবস্থাপক অশীত কুমার শ্যানাল জানান এই দু’দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও পোর্ট অভ্যন্তরে কার্যক্রম স্বাভাবিক থাকবে।