মোহাম্মদ সেলিম,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ। এতে সাব্বির আহমেদ সানিকে সভাপতি ও এমরান হোসাইন অলিকে সাধারন সম্পাদক করে বৃহস্পতিবার রাতে আগামি এক বছরের জন্য ওই কমিটি ঘোষনা করা হয়। জানাগেছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগ ত্রিশাল উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে । বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিব ও সাধারন সম্পাদক সরকার মো. সব্যসাচী স্বাক্ষরিত নতুন কমিটিতে সাব্বির আহমেদ সানিকে সভাপতি ও এমরান হোসাইন অলিকে সাধারণ সম্পাদক করে আগামি এক বছরের জন্য দায়িত্ব প্রদান করা হয়। এর আগে ২০১২ সালের জুনে হাসান মাহমুদকে সভাপতি ও ইমরান হোসেনকে সাধারন সম্পাদক করে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। সংগঠনের কার্যক্রম আরোও ত্বরান্নিত করার লক্ষে ৯ বছর পর ত্রিশালে নতুন কমিটি ঘোষনা করল ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।